বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয় বলে জানান বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
জানান, তরিকুল ইসলামের সঙ্গে রয়েছেন স্ত্রী নার্গিস বেগম এবং দুই ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও শান্তনু ইসলাম সমিত।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার বাবার চিকিৎসা হবে।
উল্লেখ্য, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত বছরও তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন।