বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে আর্থিক অনুদান দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আইজিপির আমন্ত্রণে শিল্পী সমিতির একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে যায় গত রোববার। প্রতিনিধি দলে ছিলেন সভাপতি মিশা সওদাগর, সাধারণ স¤পাদক জায়েদ খান, সহ-সভাপতি রিয়াজ, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, পপি ও পূর্ণিমা। সমিতির সাধারণ সম্পাদক জানান, আইজিপি মহোদয় আমাদেরকে সমিতির আবকাঠামো উন্নয়নের জন্য তিন লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। শিল্পীদের নানা সমস্যায় আইজিপি পাশে থাকবেন বলে জানিয়েছেন। জায়েদ আরো বলেন, বিদেশি শিল্পীরা এ দেশে কাজ করার ব্যাপারে ওয়ার্ক পারমিটের বিষয়টি যেন কঠোরভাবে মানা হয় তা যথাযথভাবে দেখবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।