ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কা৭ উইকেটে হারিয়েছে আফগানদের। নিশাঙ্কা ১১৮ রান করেন। তৃতীয়বারের মত দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়ে এই প্রথম আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রহমত শাহ ও আজমতুল্লাহ ওমরজাইর জোড়া হাফ-সেঞ্চুরির সাথে রহমানুল্লাহ গুরবাজের ৪৮ রানের ইনিংসের সুবাদে ৩৯ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ২২৩ রানে পৌঁছে যায় আফগানিস্তান। এরপর ৪৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৬৬ রানে অলআউট হয় আফগানরা। আগের ম্যাচে ২৫ রানে শেষ ৯ উইকেট হারিয়ে হারের স্বাদ নেয় আফগানিস্তান।
রহমত ৭৭ বলে ৬৫ এবং ওমরজাই ৫৯ বলে ৫৪ রান করেন। শ্রীলঙ্কার প্রমোদ মধুশান ৩টি, আসিথা ফার্নান্দো ও দুনিথ ওয়েলালাগে ২টি করে উইকেট নেন।
জবাবে ১৩৯ বলে ১৭৩ রানের সূচনা করে শ্রীলঙ্কার জয়ের পথ সহজ করেন নিশাঙ্কা ও আবিস্কা ফার্নান্দো।
জুটিতে ১০টি চার ও ৫টি ছক্কায় ৬৬ বলে ৯১ রান করে আবিস্কা ফিরলেও ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন প্রথম ম্যাচে ডাবল শতক হাকাঁনো নিশাঙ্কা।
দলের জয় থেকে ১৪ রান দূরে থাকতে ব্যক্তিগত ১১৮ রানে বিদায় নেন ১০১ বলে ১৬টি চার ও ২টি ছক্কা মারা নিশাঙ্কা। ৪টি ছক্কায় ২৯ বলে ৪০ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস।
এরপর সাদিরা সামারাবিক্রমা ৮ ও চারিথ আসালঙ্কা ৭ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলঙ্কাও আফগানিস্তান।
সূত্র : বাসস