ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আতসবাজি ফ্যাক্টরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার জাকার্তার তাংগেরাং এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে গাঢ় ধোয়া বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথমটি ঘটে সকাল ১০টার দিকে, দ্বিতীয়টি এর তিন ঘণ্টা পরে। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারকে তাংগেরাংয়ের পুলিশ প্রধান হারি কুরিনাওয়ান বলেন, ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে।
গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ছাদ উড়ে গেছে। জানা গেছে মাত্র দুই মাস আগে ফ্যাক্টরিটি এখানে শুরু হয়েছিল। রয়টার্স।