শিগগিরিই বিএনপির কঠোর আন্দোলন শুরু হবে জানিয়ে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে শিগগিরই কঠোর ঐক্যবদ্ধ আন্দোলনেই ক্ষমতাসীনদের পতন হবে; দেখিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।’
শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে।
এসময় নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় আছে সরকার। দুর্বৃত্তায়নে নাভিশ্বাস জনগণের। আসছে রমজানেও সিন্ডিকেট নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেবে না সরকার।