কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, এল আর গ্লোবাল ও ফ্লোরা টেলিকমের যৌথভাবে আয়োজিত গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট ১ম দাবা প্রতিযোগিতায় শীর্ষে রয়েছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ।
প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে শীর্ষে অবস্থান করছে তিনি। এক রাউন্ড আগেই তিনি ৯ খেলার একটি গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য প্রয়োজনীয় স্কোর করেছেন।
মোট ৮ খেলায় তার পয়েন্ট ৭, যা ফাইনাল রাউন্ডের পূর্বেই সর্বোচ্চ স্কোর হিসেবে বিবেচিত।
অষ্টম রাউন্ডের খেলা রবিবার রাজধানীর মেরুল বাড্ডার প্রগতি সরণি’তে কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয।
অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করেন।
৬ পয়েন্ট নিয়ে ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত দ্বিতীয় স্থানে, পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী তৃতীয় ও সাড়ে চার পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চতুর্থ স্থানে রয়েছেন।
এই রাউন্ডের খেলায় ফিদে মাস্টার পানিসার বিদান্ত শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার এম, এল, এস, টি, ডি সিলভার বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশানকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে ও ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে পরাজিত করেন।
সোমবার সকাল ১১টায় একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে দুপুর ২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।