• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

ফাইনাল খেলার বিশ্বাস আছে চট্টগ্রামের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

চলমান বিপিএল শুরুর আগে তেমন একটা আলোচনায় ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে মাঠের পারফরম্যান্সে ঠিকই আলো কেড়ে নিয়েছে তুষার ইমরানের দল। ইতোমধ্যে চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। তবে স্বপ্নটা প্লে-অফেই স্থির থাকছে না তাদের, খেলতে চায় ফাইনাল।

আজ শুক্রবার মিরপুর দলীয় অনুশীলন শেষে দলটির অলরাউন্ডার সৈকত আলি জানিয়েছেন ফাইনাল নিয়ে স্বপ্নের কথা। তিনি বলেন, ‘আমরা তো আসলে প্রথম থেকেই জানেন খাতা কলমে সাত নম্বর দল ছিলাম, সবাই বলছিল মিডিয়া বলছিল। এখন যেহেতু আমরা এ পর্যন্ত সেরা চারে আসতে পেরেছি আমাদের ভেতরে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারব। সুতরাং দেখা যাক এখন তো মাঠে খেলতে হবে আমাদের। আমরা যদি ভালো খেলি আমরা ওইদিন জিতব।’

নিজের লক্ষ্যের কথা জানিয়ে সৈকত বলেন, ‘আমার সবসময় লক্ষ্য থাকে প্রথমে দলের জন্য খেলা। সেটা দল যেভাবে আমার কাছ থেকে সাপোর্টটা চাইবে সেটা দেওয়ার চেষ্টা করি। দল যদি আমার কাছ থেকে কুইক রান চায় সেটারই চেষ্টা করি। যদি দল চায় কিছুক্ষণ উইকেটে থাকি সেটাও চেষ্টা করি। আর নিজের খেলার ধরণ যদি বলতে হয় তাহলে আমি একটু আক্রমণাত্বক খেলতে পছন্দ করি। ওটাই চেষ্টা করি সবসময়।

চলমান বিপিএলে সৈকত দলের প্রয়োজনে সব জায়গায় খেলছেন। কখনো ওপেনিং কখনোবা মিডল অর্ডার। সে বিষয়ে এই অলরাউন্ডার বলছিলেন, ‘না আসলে টি-টোয়েন্টি খেলাতে এরকম পরিবর্তন তো হতেই পারে। আমিও যখন ঘরোয়া ক্রিকেট খেলি ডিপিএল খেলি সবসময় ওপেনিং করি। টি-টোয়েন্টিতে আমাকে সবসময় রেডি থাকতে হবে এবং আমি অনুশীলনে চেষ্টা করি নিজেকে ওইভাবে গড়ে তুলতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ