শ্রোতাপ্রিয় ‘জলের গান’ মানেই সুরে সুরে লোকজ আবহে ভেসে যাওয়া। ব্যান্ড দলটি যাত্রার শুরু থেকেই সব শ্রেণির শ্রোতাদের মাথায় রেখে গান করে চলেছে। এরই মধ্যে বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ব্যান্ড দলটি।
নগর কিংবা শহর নয়, গান নিয়ে সারাদেশ ঘুরে বেড়ায় জলের গান। আজ রাজশাহী তো কাল চট্টগ্রাম। এভাবেই চলছে জলের গানের ব্যস্ততা।
এরমধ্যে আজ (২৪ ফেব্রুয়ারি) জাতীয় শিল্পীকলায় একাডেমিতে রাত ৮টায় গান শোনাবে ‘জলের গান’। দলটির ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে। তাতে লেখা আছে, আজ রাত ৮টায় শিল্পকলা একাডেমিতে থাকছে ‘জলের গান’।
এদিকে এই ঘোষণা দেওয়া পর দলটির ফেসবুক পেজে ভক্তরা মন্তব্য করেছে, আপনাদের গান শোনার অপেক্ষায় রইলাম।