• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:

শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশর পোশাক শিল্প পাঁয়তারা করছে ভারত : গয়েশ্বর

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
সংগৃহীত ছবি

ভারত শ্রীলঙ্কাকে ধ্বংস করে এখন বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার ডিআরইউতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ভারত পার্শ্ববর্তী দেশগুলোতে গণতন্ত্র চায় না উল্লেখ করে গয়েশ্বর বলেন, ভারত শ্রীলঙ্কাকে ধ্বংস করে এখন বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে। আওয়ামী লীগ ৯ পার্সেন্ট জনগণের সরকার, বিদেশিদের স্বার্থ রক্ষা করেই দলটি ক্ষমতায় টিকে আছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে সরকারি দল, বিরোধী দল সবই এখন আওয়ামী লীগের।

ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ