দীর্ঘ দিন পর আবার কোনও প্রজেক্টের জন্য গান গাইলেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
জানা যায়, রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দাদুর কীর্তি’ ওয়েব সিরিজের জন্য একটি গান রেকর্ড করেছেন পরান। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে পরান গান গেয়েছিলেন। এাছাড়া এর আগে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও তরুণ মজুমদারের ছবিতেও গান গেয়েছিলেন এই অভিনেতা।
সিরিজে পরানের গাওয়া গানটির নাম ‘মেলোড্রামা’। পরান ছাড়াও গানটিতে কণ্ঠ মিলিয়েছেন সত্যম।
গানটির বিষয়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায় বলেন, সিরিজের গল্পকে এগিয়ে নিয়ে যেতেই গানটি এসেছে। সেখানে সিরিজের অন্যান্য চরিত্ররাও গলা মিলিয়েছেন বলে জানান তিনি।
একান্নবর্তী পরিবার এবং ভূত নিয়ে জমজমাট এই সিরিজে রয়েছে চৌধুরী পরিবারের গল্প। সেখানে দাদু সতীনাথ চরিত্রে পরান এবং বাড়ির দারোয়ান রফিকের চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে। চলতি মাসেই মুক্তি পাবে ‘দাদুর কীর্তি’ সিরিজটি।