রোমাঞ্চকর এক লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এরিক টেন হাগের দল ৪-৩ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
শেষ মিনিটে গোল করে ম্যাচের ভাগ্য লিখেছেন আমাদ দিয়ালো।
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লিভারপুল এগিয়ে থাকলেও মাঠের খেলায় তাদের ভালোভাবেই টেক্কা দিয়েছে ইউনাইটেড। শুরুতে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরাই। দশম মিনিটে গোলের খাতা খোলেন স্কট ম্যাকটিমনে।
যদিও প্রথমার্ধেই সমতা ফেরায় লিভারপুল। ৪৪তম ম্যাক আলিস্তারের গোলে হাসি ফেরে স্বাগতিকদের ঠোঁটে। এই আর্জেন্টাইনের শট প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
দুই গোল হজম করে আত্মবিশ্বাসে চিড় ধরে ইউনাইটেডের। অন্যদিকে নিশ্চিত জয়ের পথে এগোচ্ছিল লিভারপুল। কিন্তু যোগ করা সময়ে ইউনাইটেড শিবিরে স্বস্তি ফেরান বদলি নামা আন্তনি। এই ব্রাজিলিয়ানের গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও লড়াই চলে সমান তালে। ১০৫তম মিনিটে আবারো ভাগ্যের ছোঁয়া পায় লিভারপুল। এবার ইংলিশ মিডফিল্ডার এলিয়টের বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রিস্তিয়ান এরিকসেনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
৩-২ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেডে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায়। ১১২তম মিনিটে পেয়ে যায় সমতাসূচক গোলও। ম্যাকটমিনের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মার্কাস রাশফোর্ড। এরপর আক্রমণ-পালটা আক্রমণে চলতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে ইউনাইটেডকে আনন্দে ভাসিয়ে গোল এনে দেন আমাদ দিয়ালো।
আরেক কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটিকে হারিয়ে শেষ চারে উঠেছে চেলসি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। এরপর যোগ করার সময়ে আরও দুই গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় চেলসি।