• সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ হৃদয়-রিয়াদের ব্যাটে জিতল ইসরায়েলে আলজাজিরার সম্প্রচারমাধ্যম বন্ধ, পুলিশের হামলা ও ক্যামেরা ভাঙচুর রাজধানীতে দিনে গড়ম থাকলেও রাতে স্বস্তরি বৃষ্টি বাংলাদেশের তৈরি পোশাক রফতানি করতে দিল্লি বিমানবন্দ ব্যবহারে ভারতীয়দের আপত্তি গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান পেড়িয়ে গেলো ২৪ ঘণ্টা নেভেনি সুন্দরবনের আগুন, আরো ২-৩ দিন সময় লাগবে ফিলিস্তিনের পক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ আব্রামস ও ব্রাডলি ট্যাঙ্ক ধ্বংস, এক সপ্তাহে ইউক্রেনের ৪,২৮৭ সেনা নিহত অভিনয়ের সুযোগ পেতে গোপনাঙ্গ দেখাতে বলেন আয়ুষ্মানকে পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: খালিদ মাহমুদ

লিভারপুলকে বিদায় করে সেমিতে ইউনাইটেড

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

রোমাঞ্চকর এক লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এরিক টেন হাগের দল ৪-৩ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

শেষ মিনিটে গোল করে ম্যাচের ভাগ্য লিখেছেন আমাদ দিয়ালো।
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লিভারপুল এগিয়ে থাকলেও মাঠের খেলায় তাদের ভালোভাবেই টেক্কা দিয়েছে ইউনাইটেড। শুরুতে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরাই। দশম মিনিটে গোলের খাতা খোলেন স্কট ম্যাকটিমনে।

যদিও প্রথমার্ধেই সমতা ফেরায় লিভারপুল। ৪৪তম ম্যাক আলিস্তারের গোলে হাসি ফেরে স্বাগতিকদের ঠোঁটে। এই আর্জেন্টাইনের শট প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

দুই গোল হজম করে আত্মবিশ্বাসে চিড় ধরে ইউনাইটেডের। অন্যদিকে নিশ্চিত জয়ের পথে এগোচ্ছিল লিভারপুল। কিন্তু যোগ করা সময়ে ইউনাইটেড শিবিরে স্বস্তি ফেরান বদলি নামা আন্তনি। এই ব্রাজিলিয়ানের গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও লড়াই চলে সমান তালে। ১০৫তম মিনিটে আবারো ভাগ্যের ছোঁয়া পায় লিভারপুল। এবার ইংলিশ মিডফিল্ডার এলিয়টের বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রিস্তিয়ান এরিকসেনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৩-২ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেডে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায়। ১১২তম মিনিটে পেয়ে যায় সমতাসূচক গোলও। ম্যাকটমিনের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মার্কাস রাশফোর্ড। এরপর আক্রমণ-পালটা আক্রমণে চলতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে ইউনাইটেডকে আনন্দে ভাসিয়ে গোল এনে দেন আমাদ দিয়ালো।

আরেক কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটিকে হারিয়ে শেষ চারে উঠেছে চেলসি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। এরপর যোগ করার সময়ে আরও দুই গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় চেলসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ