চীনা কোস্টগার্ডের জলকামান হামলায় ফিলিপিনো ৩ সেনা আহত
তিন সেনাকে আহত করার জন্য চীনা কোস্টগার্ড অভিযুক্ত করার পর বেইজিংয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে ফিলিপাইন। এর আগে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একটি জলকামান হামলা চালায় চীনা কস্ট গার্ড।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় থমাস শোলের কাছে ফিলিপাইন মিশনের বিরুদ্ধে চীনের কোস্টগার্ড এবং চীনা সামুদ্রিক মিলিশিয়াদের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে ম্যানিলা ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেইজিংয়ে তাদের মিশনকে এই ঘটনায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে।
ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদুয়ার্দো আনো বলেছেন, সংঘর্ষে তিন ফিলিপিনো সেনা আহত হয়েছে। এতে উনাইজাহ মে’র জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনো তাদের আঘাতের মাত্রা এবং প্রকৃতি প্রকাশ করেননি।
তবে সামরিক বাহিনী বলেছে, কোস্টগার্ড এসকর্ট জাহাজে এই সেনাদের চিকিৎসা দেওয়া হয়।
দ্বিতীয় থমাস শোল, ফিলিপাইনে আয়ুঙ্গিন নামে পরিচিত। এটা গত বছর ধরে চীনা এবং ফিলিপাইনের জাহাজগুলির মধ্যে বারবার সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে।