• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

জাহাজের ধাক্কায় ভেঙে গেল আড়াই কিলোমিটারের সেতু

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
জাহাজের ধাক্কায় ভেঙে গেল সেতু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে একটি গুরুত্বপূর্ণ সেতু। মঙ্গলবার সকালে সেতুটি ভেঙে পড়ার পর বেশ কয়েকটি গাড়ি পানিতে পড়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর জাহাজে আগুন ধরে যায়।

মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, আই-৬৯৫ কি সেতুটি দুর্ঘটনার শিকার হয়েছে। এজন্য ব্রিজের সমস্ত লেন উভয় দিক বন্ধ করে দেয়া হয়েছে। সেতুটর দৈর্ঘ্য ২ দশমিক ৬ কিলোমিটার।

বাল্টিমোর মেয়র বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে।

ফায়ার সার্ভিস জানায়, সংঘর্ষের ফলে সেতুতে সেইসময়ে থাকা বহু গাড়ি নিচে পড়ে যায়। ভেঙে পড়ার সময় সাতজন নির্মাণ শ্রমিক এবং তিন থেকে চারটি বেসামরিক যানবাহন সেতুর উপরে ছিল বলে ধারণা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ