• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ‘হামলা’, ৩ ঘণ্টা পর জরুরি সেবা চালু

আপডেটঃ : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আনসার সদস্যের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ডাক্তার, নার্স ও আনসারসহ ৭ জন আহত হন। পরে হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে ডাক্তার ও আনসার সদস্যরা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। দুপুর দুইটার দিকে এই ঘটনার পর রবিবার বিকেল সোয়া ৫টার দিকে জুরুরি সেবা আবার চালু করা হয় বলে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া জানান, রবিবার দুপুরে নওশাদ আহমেদ নামে ৫২ বছরের এক রোগী হাসপাতালের সিসিইউতে মারা যান। এরপরই রোগীর স্বজনরা এসে ‘হামলা’ চালান। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিভিন্ন গেট বন্ধ করে দেন। জরুরি বিভাগের সেবাও বন্ধ করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ