• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

বৈশ্বিক চাপে আলোচনার রাজি ইসরাইল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
ছবি-সংগৃহিত

অবরুদ্ধ গাজায় বর্বরতার বিরুদ্ধে পুরো বিশ্ব স্বোচ্চার। এভাবে নিরহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে আর বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখবে সেটা হতে পারে না। তাই বৈশ্বিক চাপে আবারও আলোচনার টেবিলে বসতে বাধ্য হল দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জানা যায়, হামাসের সাথে আবারো আলোচনায় বসতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। কাতারের রাজধানী দোহা ও মিসরের রাজধানী কায়রোতে এই আলোচনা হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বের শীর্ষ আদালত ইসরাইলকে নির্দেশ দিয়েছে, তারা যেন ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে আর বাধা প্রদান না করে। এর একদিন পরই নতুনভাবে আলোচনায় বসতে এই নির্দেশনা এসেছে। এদিকে, চলতি সপ্তাহেই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ একটি বাধ্যতামূলক বিল পাস করে। সেখানে অবিলম্বে চলমান যুদ্ধের বিরতির আহ্বান জানানো হয়।

তবে জাতিসঙ্ঘের আহ্বানে সাড়া দেয়নি দখলদার সরকার। তারা শুক্রবারও গাজা হাসপাতালসহ তার আশপাশের স্থানগুলোতে যুদ্ধ অব্যাহত রেখেছে। সূত্র : আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ