• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

জয় বঞ্চিত মেসির মায়ামি, কোয়ার্টার ফাইনাল নিয়ে দুশ্চিন্তা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

মেজর লীগ সকারে আজ রোববার (৩১ মার্চ)সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে দলের সবথেকে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়া শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি মায়ামি। এদিন ঘরের মাঠে নিউইয়র্ক সিটি বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসির দল।

এদিকে গেল কিছুদিন যাবত পেশির অস্বস্তিতে ভুগছেন লিওনেল মেসি। যার ফলে জাতীয় দলের জার্সিতেও দুটি প্রীতি ম্যাচ খেলা হয়নি তার। মেসিকে ছাড়া আর্জেন্টিনা মানিয়ে নিলেও এই তারকার অভাব বেশ ভালোভাবেই বুঝতে পারছে তার ক্লাব ইন্টার মায়ামি। যার স্পষ্ট প্রমাণ ছিল নিউইয়র্ক ম্যাচে।

মেজর লিগ সকারের ম্যাচ নিয়ে খুব একটা না ভাবলেও ঘরের মাঠে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মন্টেরির বিপক্ষে ম্যাচে মেসিকে পেতে মরিয়া মায়ামির প্রধান কোচ জেরার্ডো মার্টিনো।এক সংবাদ সম্মেলনে গতকাল ইন্টার মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেসও বলেছেন একই কথা।

হাভিয়ের মোরালেস বলেন, মেসির পেশির অস্বস্তি এখনও কাটেনি। এজন্য আগামীকালের (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না৷ তবে পরের ম্যাচে সে যাতে থাকে তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সে মেডিকেল স্টাফদের সঙ্গে কাজ করছে, আমরা পরের ম্যাচে তাকে পাওয়ার চেষ্টা করব।

এদিকে আজ নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ শুরু থেকে এগোতে থাকে আক্রমণ পাল্টা-আক্রমণে। এদিন ম্যাচের মাত্র ১৪ মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। বক্সের বাইরে থেকে সতীর্থের নেয়া ফ্রি কিকে হেড করে বল জড়ান জালে। প্রথম আর্ধেই সমতায় ফিরে নিউ ইয়র্ক সিটি।

ম্যাচের ৩৪ তম মিনিটে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন কোস্টা রিকান উইঙ্গার আলোনসো মার্তিনেজ। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জোরালো সাথে বল জালে জড়ান তিনি। এরপর ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় উভয় দল। শেষ পর্যন্ত ১-১ সমতায় সমাপ্ত হয় ম্যাচ।

মেজর লীগ সকারের চলতি মৌসুমে নিজেদের খেলা ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। এদিকে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ রয়েছে সিনসিন্নাতি। এছাড়া আগামী বৃহস্পতিবার (৪ মে) সকাল ছয়টায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে মায়ামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ