কারাবন্দী বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (২ এপ্রিল) আদালতে শুনানির সময় একথা বলেন ইমরান। তিনি এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।
অন্যদিকে বুশরা বিবি এখন রাজধানী ইসলামাবাদে ইমরান খানের বানি গালার বাড়িতে বন্দী আছেন। ওই বাড়িকেই সাব–জেল ঘোষণা করেছে পাকিস্তানের প্রশাসন।
পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরানের দাবি, সাব–জেলে বুশরাকে বিষপ্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার ইমরান আদিয়ালা কারাগারে বসা আদালতের শুনানিতে অংশ নেন। এ সময় ইমরান বিচারকের উদ্দেশ্যে বলেন, বুশরা বিবির ত্বক ও জিহ্বায় বিষপ্রয়োগের স্পষ্ট চিহ্ন রয়েছে।
ইমরান বলেন, ‘আমি জানি, এর পেছনে কার হাত রয়েছে।’ এ সময় ইমরান আদালতের কাছে তার কারাবন্দী স্ত্রীকে বিষপ্রয়োগের ঘটনায় তদন্তের নির্দেশ দেয়ার দাবি জানান। সেই সঙ্গে বুশরার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চান।
তবে ইমরানের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত কোনো নির্দেশ জারি করেননি। বুশরার স্বাস্থ্য পরীক্ষার আর্জির নিয়ে ইমরানকে লিখিত আবেদন জমা দিতে বলেছেন।
সূত্র: এনডিটিভি