চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হাকিম ওয়াজ মাহফিলে বলেন,মাদক ও জঙ্গি মুক্ত সমাজ গঠনে সঠিক ইসলামী মুল্যবোধের প্রয়োজন। তবে কিছু বিপদগামী ইসলামের নাম ভাঙ্গিয়ে জঙ্গিবাদ কর্মকান্ড চলাছে তাদের থেকে ছেলে মেয়েদের কে সর্তক রাখতে হবে। ছেলে মেয়েদের কে নামাজের ব্যাপারে উদ্বোুদ্ধ করতে হবে। রোববার রাতে মুনসেফপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ হুমায়ূন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরজন ( বাঙ্গাঁলী পাড়া) মসজিদের উন্নতি কল্পে দু’দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দু’ দিনব্যাপী তাফসীরুল মাহফিলের শেষের দিন, প্রধান আলোচক ছিলেন,বালুটুঙ্গী দাখিল মাদ্রাসার সহ-সুপার, মাও মোঃ ইউনুসুর রহমান আনসারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২ নং গোবরাতলা, ইউপি চেয়ারম্যান মোঃ আসজাদুর রহমান ( মান্নু মিয়া) সহ স্থানীয় ধর্মপ্রাণ ব্যাক্তবর্গ।