• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

ভালুকায় পৃথক অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি

আপডেটঃ : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

ময়মনসিংহ (ভালুকায়) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় পৃথক অগ্নিকান্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় (২৯ অক্টোব) রোববার রাতে শিহাব উদ্দিনের বাসায় আগুন লাগলে ৮ টি রুমের মালামাল সম্পুর্ণ পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন বাড়ীর মালিক।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ভালুকা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ রকিবুল হাসান জানান সরু রাস্তার কারনে তারা পানিবাহী গাড়ীটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছুতে পারেননি। শুধু পাম্পবাহী ছোটগাড়ী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পার্শ্ববর্তী জলাশয় থেকে পানি দিয়ে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছেন। তিনি জানান সম্ভবত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাড়ীর মালিক উপজেলার কাঁশর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন জানান, আগুন লেগে তাদের বাড়ির বাড়াটিয়ার ৭টি রুম, নিজের থাকার রুমসহ মোট ৮টি কক্ষে আগুন লেগে প্রায় ২০ লক্ষ টাকার পরিমান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন বলেন, বর্তমানে রাত যাপন করার মতো তাদের কোন ঘর নেই।
ওই বাসায় ৮ টি রুমে গার্মেন্টসকর্মী ৪ টি পরিবার ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। এরা হলেন মুজিবুল হক, সোহেল মিয়া, কুলছুম ও মেহেদী হাসান। তারা জানান ঘরের আসবাবপত্র, টিভি ফ্রিজ, বিছানা পত্র খাট, চেয়ার টেবিল, স্বর্ণালংকার নগদ টাকা, কাপড় চোপর, থালা বাসন খাবার চাল ডাল সহ সব পুরে তারা নি:শ্ব হয়ে গেছেন।
অপরদিকে একই দিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক সংলগ্ন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়াপদার মোড়ে তিনটি জোটের গুদামে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ভালুকা ও ত্রিশালের ফায়ার সার্ভিস দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ও এলাকা বাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় পৌরসদরস্থ ওয়াপদার মোড় (বাঘরাপাড়া) আতাব, বুরহান ও জসিমের জোটের (গার্মেন্টস বর্জ) গুদামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০ লাখ টাকার জোটের মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রকিবুল হাসান এর নেতৃত্বে ভালুকা ও ত্রিশালের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রনে  আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ