• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

শাকিবের মার্কিনি নায়িকাকে নিয়ে অপুর মন্তব্য

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিচ্ছেদের পর শাকিব খানকে সহ্য করতে পারতেন না অপু বিশ্বাস। মাঝে মাঝেই প্রাক্তন স্বামীকে খুঁচিয়ে কথা বলতেন। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। সম্পর্ক জোড়া না লাগলেও অপু বদলে গেছেন।

কী এক কারণে সারাক্ষণ প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। এমনকি শাকিবের সঙ্গে যারা কজ করেন তাদের নিয়েও ভালো ভালো কথা বলেন। তারই ধারাবাহিকতায় এবার লিখলেন কোর্টনি কফিকে নিয়ে।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মার্কিন এই অভিনেত্রীর একটি ছবি শেয়ার করেছেন তিনি। ‘বরবাদ’ শিরোনামের গানের একটি দৃশ্যে কোর্টনি কফির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার দৃশ্য দেখা গেছে। ছবিটি শেয়ার করে অপু লিখেছেন, ‘মিষ্টি দেখতে।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।

আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ