স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, মাদ্রিদ জুলাইয়ের আগে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে। স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও আরএনইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
তিন আরো বলেন, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ব্যাপারে সুদৃঢ় অবস্থানে রয়েছেন। আমরা এ বিষয়ে আমাদের ইউরোপীয় অংশীদার ও আরব অংশীদারদের সাথেও কথা বলেছি।
আলবারেস বলেন, স্পেন একটি বাস্তববাদী এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে অন্যান্য বৈশ্বিক নেতাদের সাথে সর্বোত্তম সময়ে মতামত বিনিময় করছে।
আলবারেস পরামর্শ দিয়েছিলেন যে একবার গাজা এবং মধ্যপ্রাচ্য থেকে অস্ত্র সরিয়ে নেয়া হলে মৌলিক পরিষেবা প্রদানের জন্য একটি ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা উচিত।
এই কর্তৃপক্ষের ‘একটি করিডোরের সাথে সংযোগ থাকা উচিত। পূর্ব জেরুজালেমের রাজধানীর সাথে গাজার সমুদ্রবন্দরে অনুমতি থাকতে হবে।’
আলবারেস জোর দিয়ে বলেন, ‘আমরা সবাই পথ ও পন্থা জানি। এখন আমাদের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন তা বাস্তবায়িত করার জন্য।’
তিনি আরো বলেন, ‘আমি নতুন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সাথে কথা বলেছি। আমি তাকে গাজায় যুদ্ধবিরতি, মানবিক সাহায্যের অবাধ প্রবেশ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রতি স্পেনের দৃঢ় প্রতিশ্রুতি জানিয়েছি। আমি তাকে বলেছি, স্পেন শান্তির জন্য কাজ করছে।’