ইসরায়েলি হামলার কারণে ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছিলো পশ্চিমা গণমাধ্যম। বিবিসির প্রতিবেদনে মার্কিন সূত্রের বরাতে জানানো হয় ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল।
তবে ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসফাহানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার শব্দ ছিলো।
গণমাধ্যমটি আরো জানিয়েছে, ইসফাহান শহরের সব গুরুত্ব স্থাপনা নিরাপদ আছে। সেখানে কোনো রকম হামলার ঘটনা ঘটেনি।
ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতেই ইরানের কিছু প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে দাবি করেছে প্রেস টিভি।