সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’Ñ শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। শিল্পকলা একাডেমি থেকে র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, প্রকল্প বাস্তবায়ন অফিসার হামিদুল হক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, নিউসানের নির্বাহী পরিচালক সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, দৃষ্টিবাংলার নির্বাহী পরিচালক বাদশা ভূঁইয়া, সিমবায়োসিসের টিম লিডার সাজেদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত ৫ জন যুবককে ২ লাখ ২৫ হাজার টাকা ঋণের চেক ও দৃষ্টিবাংলার কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।