উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব ম্যানসিটির বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের ফলাফল অতিরিক্ত সময়েও নির্ধারিত হয়নি। শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারেই কপাল পোড়ে পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলা সিটির। বার্নার্ডো সিলভা আর মাতেও কোভাচিচের শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুনিন।
সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ছিল ৩-৩ গোলের সমতা। দ্বিতীয় লেগের দ্বাদশ মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় ১৫তম শিরোপার জন্য লড়াইয়ে নামা মাদ্রিদ। গতবারের চ্যাম্পিয়ন সিটি পুরো ম্যাচে রিয়ালকে একরকম কোণঠাসা করেই রেখেছিল। ৭৬তম মিনিটে ম্যাচে সমতা আনেন কেভিন ডি ব্রুইনা।