জাপানের একটি কোম্পানিতে অধূমপায়ীদের জন্য ৬ দিন বেশি ছুটি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধূমপায়ী সহকর্মীদের চেয়ে অফিসে বেশি কাজ করা নিয়ে প্রায়ই তর্কবিতর্ক করেন অধূমপায়ীরা। তাদের এই তর্ক যে আদতেই ফেলনা নয়, তা প্রমাণ করল জাপানের প্রতিষ্ঠান পিয়ালা ইনকরপোরেশন।
প্রতিষ্ঠানটি অধূমপায়ী কর্মীদের জন্য বার্ষিক ছুটি ছয় দিন বেশি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর টেলিগ্রাফের।
পিয়ালা ইনকরপোরেশনের মুখপাত্র হিরোতাকা মাৎসুশিমা জানান, তাদের প্রতিষ্ঠানে ধূমপানের বিরতির কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন অধূমপায়ী কর্মীদের প্রতি চারজনের একজন। বিষয়টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকাও আসুকাকে জানানো হয়। পরে তিনি অধূমপায়ীদের অতিরিক্ত ছুটি দেয়ার সিদ্ধান্ত নেন।
চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। টোকিওতে অবস্থিত ওই প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিবার ধূমপানের জন্য কমপক্ষে ১৫ মিনিট করে সময় নেন। নতুন এই উদ্যোগ কর্মীদের ধূমপান ছাড়তেও সাহায্য করবে বলে জানান সিইও তাকাও আসুকা। এর আগে জুলাইয়ে টোকিওর গভর্নর ইউরিকো কোইকে শহরটিতে প্রকাশ্যে ধূমপানের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়েছিলেন।