ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি॥
“মানব সেবায় স্বেচ্ছায় রক্ত দিন, রক্তদানে অপরকে উৎসাহিত করুন, নিজের রক্তের গ্রুপ জানুন, অন্যকে রক্তের গ্রুপ জানতে সাহায্য করুন” স্লোগানকে সামনে নিয়ে জাতীয় রক্তদান দিবস উদযাপন করেছে সমাজ সেবায় উৎসাহমুলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়”। বৃহস্পতিবার(২নভেম্বর) সকালকে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্তরে প্রায় এক হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। অভ্যুদয়ের সভাপতি আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ মো. রেজাউল করিমের সঞ্চালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।
এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন অভ্যুদয় এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপু, উপদেষ্টা এ.আর.এম.শামছুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্জীবনের সভাপতি হাবিবুর রহমান শান্ত, সাধারন সম্পাদক হাসিবুল হাসান, ভালুকা ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সুমন খান, অভ্যুদয়ের সহ-সভাপতি মিজবাহুল ইসলাম সা‘দ, এস.এম. মাছুদ রানা বুলবুল, সংগঠনিক সম্পাদক মো. মোকছেদুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, আলী রেজা জুয়েব রাতুল, জোনায়েত হোসেন রিপেল, প্রভাষক জাহিদুল ইসলাম সুবিন, আসাদুজ্জামান জনি, মুক্তাদির রুবেল, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, মীর মোসারফ হোসেন রুমেল, ইফতেখার আহাম্মেদ সুজন, মাসুদ শেখ, রফিকুল ইসলাম রফিক, দিপু সরকার, শাহাদাত হোসেন মানিক, রফিকুল ইসলাম রিটন, দৌলত হোসেন, ইসরাত বিন আলম মৌমি, আফসানা দিলু, আল-মাহমুদ পিয়াস, রিয়াদ আমান, হাফেজ হাবিবুল্লাহ জিহাদী, নাঈম খান, আবদুল্লাহ আনছারী আকরাম, আল-আমিন, আকাশ মন্ডল, ড্যানিস মারাক শুভ, তুরা রায় প্রমুখ।