ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সম্প্রতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে এই বন্যায় এখনও নিখোঁজ রয়েছে অনেকে। বাড়তে পারে মৃতের সংখ্যাও।
বৃহস্পতিবার এ ঘটনায় ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন।
রিও গ্র্যান্ডে ডো সুলের কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। ধসে পড়া বাড়ি, সেতু এবং রাস্তার ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা।
ঝড়ে প্রদেশের প্রায় ১৫০টি পৌরসভার ক্ষয়ক্ষতি করেছে। এতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ হাজার লোক।