চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১নম্বর কসবা ইউনিয়ন পরিষদ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় কসবা ইউপির সোনাইচন্ডী আওয়ামীলীগ কার্যালয়ে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যলয়ে কসবা ইউপির আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে কসবা বঙ্গবন্ধু ইউপি ফাউন্ডেশনের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক এ্যডভোকেট আফসার আলী। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কসবা ইউপির আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কসবা ইউপির চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান এবং উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী সুধেন চন্দ্র বর্মন। বক্তারা জাতীয় চার নেতার জীবনী ও তাদের আত্মত্যাগের বিবিন্নদিক নিয়ে আলোচনা করেন। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কসবা ইউপি শাখার কার্যকারী কমিটিতে বাইরুল ইসলাম কে সভাপতি ও মাহফুজুর রহমান কে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সোনাইচন্ডী কলেজের অধ্যক্ষ গাজীউল আলম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।