চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
অদ্য ০২ নভেম্বর ২০১৭ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকার সময় নায়েক মোঃ লিয়াকত আলী এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৪ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার একটি পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিক্সা চেকপোষ্টের কাছাকাছি আসলে টহল দল অটোরিক্সাটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। টহল দল অটোরিক্সাটি থামানোর জন্য সিগন্যাল দেয়ার সাথে সাথে দূর থেকে রিক্সার মধ্য হতে একজন যাত্রী দ্রুত লাপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল অটোরিক্সাটি তল্লাশী করে একটি ব্যাগের মধ্যে থেকে ০২টি বিদেশী পিস্তল (ইউএসএ), ০৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।