• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

জিম্বাবুয়ে সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না আমাদের এফটিপির খেলা : পাপন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ মে, ২০২৪
ফাইল ছবি

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের বিপক্ষে খেলা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‌‘এমন সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি নয়। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ ।’

আজ সোমবার মিরপুরে তিনি বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদের পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। ’
‘আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই, যা করার তা আগেই শুরু করার কথা ছিল।’

এবারের বিশ্বকাপের আগে খুব বেশি আশার কথাও শোনা যাচ্ছে না। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়ে দিয়েছেন, খুব বড় আশা না করতে। যদিও ভালো কিছুর আশা ছাড়ছেন না পাপন।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নেই। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে, যা শুরু হতে মাসখানেকও বাকি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ