এবারের জাতীয় সংসদের আলোচিত সদস্য হবিগঞ্জ-৪ আসন থেকে বিজয়ী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ব্যারিস্টার সুমন এমপিদের সুযোগ-সুবিধার বিষয়টি ফেসবুকে প্রচার করায় জনগণের কাছে ভুল বার্তা যাবে এমন অভিযোগ করে এ ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন জাপা মহাসচিব। তবে চুন্নু তার বক্তব্যে ব্যারিস্টার সুমনের নাম উল্লেখ করেননি।
মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের হাউসের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা সবাই ভুক্তভোগী।’
জাপা মহাসচিব বলেন, ‘তিনি বলেছেন, ‘আপনারা জানেন, এমপিরা কত টাকা বেতন পান? তারা তো বলে না, গোপন করে।’তিনি বলেছেন, ‘১ লাখ ৭২ হাজার টাকা বেতন (মাসিক) পেয়েছেন।…আমরা কত টাকা বেতন পাই, তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে।
চুন্নু বলেন, ‘ওই সংসদ সদস্য বলেছেন তিনি তিন মাসে ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। এই ২৮ কোটি টাকা কি আমি পেয়েছি, আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলছেন ২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই?
জাপা মহাসচিব বলেন, ‘তিনি (ব্যারিস্টার সুমন) আরও বলেছেন, এমপি হলে যদি এত লাভ হয়, তাহলে আরও আগে এমপি হতাম।’
স্পিকারের হস্তক্ষেপ চেয়ে চুন্নু বলেন, ‘কোনো সংসদ সদস্য যদি এমন কোনো কথা বলেন, যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকারসহ ৩৪৯ জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে। তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায়…, বিষয়টা আপনি দেখতে পারেন। আমরা এখানে অনেক কথা বলব, বিতর্ক করব। এমন কথা বলবার অধিকার নেই, যাতে ৩৪৯ এমপির ইজ্জত যাবে। … তাই অভিভাবক হিসেবে ওই সংসদ সদস্যকে ডেকে তাকে কী করবেন, এটা ব্যবস্থা নেবেন।’