• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ মে, ২০২৪

একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

হরদীপ হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকার অভিযোগে গত ৩ মে সন্দেহভাজন ৩ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। শনিবার কানাডার টরন্টো শহর থেকে আমানদীপ সিংহ (২২) নামের আরও ১ জনকে গ্রেপ্তার করে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)

আরসিএমপির ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানিয়েছে, গ্রেপ্তার আমানদীপের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ এবং নিজ্জার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে যাদের গ্রেপ্তার করা হয় তারা হলেন- করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২)।

গত বছরের ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারের শহরতলী এলাকা সারেতে একটি গুরুদুয়ারার সামনে গুলি করে হত্যা করা হয় হরদীপ সিং নিজ্জারকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হত্যাকাণ্ডের জন্য ভারতকে সরাসরি দায়ী করেছেন।

গত বছর ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া এক ভাষণে ট্রুডো বলেন, তার দেশের গোয়েন্দারা হরদীপ হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন।

এ ঘটনাকে কানাডার সার্বভৌমত্বের জন্য তীব্র অবমাননাকর বলেও উল্লেখ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ