• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

৭৯ দশমিক ২৩, পাশের হার কুমিল্লা শিক্ষাবোর্ডে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ মে, ২০২৪

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ২৩।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় এক লাখ ৮০ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী এক লাখ ৭৯ হাজার ৩২৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪২ হাজার ৮১ জন।

এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৬। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৪।

এ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৫ ভাগ। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৬০ হাজার ৭৫৬ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬০ হাজার ৫৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৭ হাজার ৫১৯ জন।

মানবিক বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৯৪। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৯ হাজার ৭১১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৯৭২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৯৭২ জন।

ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৪৯। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৯ হাজার ৬৬ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৫৯০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৫৯০ জন।

এবার এ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-ও পেয়েছে ১২ হাজার ১০০ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ২৬৪ জন ও ছাত্রী ৬ হাজার ৮৩৬ জন।

রবিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড কার্যালয়ের কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, গত বছরের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় পাসের হার বেশি।

তিনি আরও জানান, শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার ৯৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তবে জেলাভিত্তিক পাশের হারে, চাঁদপুর ৮৩ দশমিক ৩২ সবচেয়ে এগিয়ে আর সবচেয়ে পিছিয়ে নোয়াখালী। কুমিল্লা জেলা রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর জিপিএ ফাইভের দিক দিয়ে কুমিল্লা জেলা এগিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ