পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার জোড়া অর্ধশতকে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বেঁচে গেলেন সফরকারী।
রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। তাদিওয়ানাশে মারুমানি শুরুতেই ফিরে গেলেও ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা জোড়া অর্ধশতক তুলে নিয়ে দলকে জয় উপহার দেয়। এই দুই ব্যাটারের কল্যাণে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা।
লক্ষ্য তাাড়া করার ম্যাচে জিম্বাবুয়ের হয়ে ওপেনিংয়ে নামেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন ব্রায়ান বেনেট। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ব্রায়ান বেনেটের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৪ ওভোরেই ৩৮ রান তুলে নেয় সফরকারীরা।
এরপরেই ওভারেই এসেই এই জুটিকে থামান সাকিব আল হাসান। সাকিবের শিকার হয়ে ৭ বেল ১ রান করে সাজঘরে ফিরে যান তাদিওয়ানাশে মারুমানি। তার বিদায়ে ৩৮ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা।
তাদিওয়ানাশে মারুমানির বিদায়েরা পর সিকান্দার রাজাকে নিয়ে জুটি গড়েন ব্রায়ান বেনেট। সিকান্দার রাজাকে নিয়েই তাণ্ড চালাতে থাকেন। তাণ্ড চালিয়ে বাংলাদেশের বিপক্ষে আজ তিনি ৩৬ বলে তুলে নেন অর্ধশতক। এই জুটিতে ভর করে ১৩ ওভার ২ বলেই দলীয় শতক তুলে নেয় সফরকারীরা। অবশেষে এই জুটিকে থামান মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৪৯ বলে ৭০ রান করা ব্রায়ান বেনেট। তার বিদায়ে ভাঙে ৭৫ রানের জুটি।
ব্রায়ান বেনেট ফিরে গেলেও জয় পেতে কোনো সমস্যাই জয়নি জিম্বাবুয়ের। জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন সিকান্দার রাজা। ব্রায়ান বেনেটের পর িতিনিও তুলে নেন অর্ধশতক। রাজা-ক্যাম্পবেলের ২০ বলে ৪৫ রানের জুটিতে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা।
এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামেজিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আজও ব্যর্থতায় মোড়া ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এর পর সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে ফিরলেও, অষ্টম টি-টোয়েন্টি ফিফটি করেন রিয়াদ। শেষদিকে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান। জাকের আলি অনিক ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।