• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

জাপানে পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্ত সঠিক ছিল, গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলার আহ্বান মার্কিন সিনেটরের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ মে, ২০২৪
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটনার আহ্বান জানিয়ে ইসরায়েলকে ‘যা কিছু’ করার কথা বলেছেন ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

রোববার (১২ মে) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।

সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘জার্মানি ও জাপানের সঙ্গে লড়াই করে পার্ল হারবারে পর জাতি হিসেবে আমরা যখন ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েল যেন যুদ্ধ শেষ করতে পারে সেজন্য তাদেরকে প্রয়োজনীয় বোমা (পারমানবিক) দেওয়া উচিত। তারা হারতে পারে না।

গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরোধিতা করে অস্ত্র সরবরাহ রুখে দেওয়ার বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহাম। এসময় এনবিসির উপস্থাপক ক্রিস্টেন ওয়াকার গ্রাহামের কাছে জানতে চান, ১৯৮০ এর দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগ্যানের প্রশাসন। সে বিষয়টি ঠিক বলে মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত কেন ঠিক মনে করছেন না?

জবাবে সিনেটর গ্রাহাম আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরেন এবং পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কেন আমেরিকার পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল? কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল? কারণ, আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে।’

এসময় ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে লিন্ডসে গ্রাহাম বলেন, ‘সুতরাং ইসরায়েল, ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা কর। তোমাকে তা করতে হবে।

মার্কিন এই সিনেটর আরও বলেন, ‘আমি মনে করি, যতক্ষণ পর্যন্ত হামাস তাদের নিজ জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করবে ততক্ষণ গাজায় বেসামরিক মৃত্যু কমানো অসম্ভব। বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলার জন্য কোনো শত্রুপক্ষ—হামাসের কাছ থেকে এমন নির্লজ্জ প্রচেষ্টা আমি যুদ্ধের ইতিহাসে কখনো দেখিনি।’

এসময় তিনি বলেন, ‘আপনি এর মাধ্যমে আসলে শেষ যে জিনিসটি করছেন, তা হলো এই আচরণকে (হামাসের) পুরস্কৃত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ