দেশে রির্জাভ কমছে। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাষা সৈনিক আবদুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের রফতানি আয় হুমকির মুখে। গ্যাস না তুলে এলএনজি আমদানি করা হচ্ছে। সারাদেশে লোডশেডিং চলছে। আর ক্যাপাসিটি চার্জের নামে টাকা লুটে নিচ্ছে। জনগণকে লুটপাটের মাসুল দিতে হচ্ছে।
এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ ভালো নেই। রিজার্ভ রেড লাইনের নিচে চলে গেছে। সরকারও ভালো নেই। জরুরি আমদানি বন্ধ করে দিয়েও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না। দেশ এখন দেউলিয়ার কাছাকাছি।