• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ছবি : সংগ্রহ

মালয়েশিয়া সরকারের হুমকির মুখে মেটা প্লাটফর্ম ফেসবুক গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের সাথে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ছবি ফিরিয়ে এনেছে। রয়টার্স নিউজ অ্যাজেন্সি এ খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার কাতারে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার সাথে সাক্ষাত করেন। স্থানীয় কয়েকটি মিডিয়া ওই ছবি প্রকাশ করলে ফেসবুক পোস্টগুলো সরিয়ে ফেলে। ফিলিস্তিনিদের সোচ্চার সমর্থক মালয়েশিয়া সরকার এর তীব্র সমালোচনা করে।

মেটার কাছে পাঠানা এক চিঠিতে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ছবিগুলো সরানোর ব্যাখ্যা দাবি করে এবং হুঁশিয়ারি উচ্চারণ করে যে তাদের প্লাটফর্মে ফিলিস্তিনপন্থী কনটেন্ট ব্লক করা হলে তাদেরকে মালয়েশিয়ায় শাস্তি পেতে হবে।

এই হুঁশিয়ারির পর মেটার মুখপাত্র রয়টার্সকে জানান, দুটি পোস্ট সরানো ছিল ভুল। সেগুলো আবার ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকের কোম্পানি মেটা হামাসকে ‘বিপজ্জনক সংস্থা’ মনে করে এবং তাদের প্লাটফর্মে হামাসপন্থী কনটেন্ট নিষিদ্ধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ