• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ তত্ত্ব একেবারে ভিত্তিহীন: চীন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ মে, ২০২৪

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তোং বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ তত্ত্ব একেবারে ভিত্তিহীন।

তিনি বলেন, বর্তমান বিশ্বের অর্থনীতিতে সব দেশ ও অঞ্চল প্রকৃতপক্ষে ইতোমধ্যে একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। উৎপাদন ও ভোগ এ দুটি বিষয় বিশ্বের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। যদি একটি দেশের উৎপাদন সক্ষমতা তার চাহিদার চেয়ে বেশি হয়, তাহলে সে দেশকে ‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’র তকমা লাগিয়ে দেয়া কোনোভাবেই ঠিক নয়।

তিনি আরো বলেন, শিল্পের উন্নয়নের প্রবণতা থেকে আমরা বুঝতে পারি, সবুজ ও নিম্নকার্বন উন্নয়ন হচ্ছে ইতিহাসের বড় ধারা। বিশ্বের সবুজ রূপান্তরে নতুন জ্বালানি পণ্যের চাহিদা ভবিষ্যতে অবশ্যই অব্যাহতভাবে সম্প্রসারিত হবে। সংশ্লিষ্ট গবেষণা অনুসারে, কার্বন নিরপেক্ষতা’র লক্ষ্য বাস্তবায়নের জন্য ২০৩০ সালে বিশ্বে নতুন জ্বালানি গাড়ির চাহিদা ৪.৫ কোটি হবে বলে অনুমান করা হচ্ছে, তা ২০২৩ সালে নতুন জ্বালানি গাড়ির বিক্রির পরিমাণের ৩ গুণেরও বেশি। অর্থাৎ এর চাহিদা বিশ্বের সরবরাহ সক্ষমতার চেয়েও বেশি।

মুখপাত্র বলেন, বিশ্বের নতুন জ্বালানি শিল্প এখন দ্রুতগতিতে উন্নয়নের পর্যায়ে রয়েছে, তাই সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন সক্ষমতা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা তো নয়ই বরং, তা চাহিদার তূলনায় যথেষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ