ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিবের জন্য নতুন কোনো ঘটনা নয়। আইপিএল, বিগ ব্যাশ সহ অনেক দেশের লিগেই খেলেছেন তিনি। তবে এবার তার ঝুলিতে যোগ হচ্ছে নতুন অভিজ্ঞতা।
যুক্তরাষ্ট্রের মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টুর্নামেন্টটির পরের মৌসুমে লস অ্যাঞ্জেলসের হয়ে খেলবেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক রয়েছে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের।
এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘সাকিবের সঙ্গে নাইট রাইডার্স পরিবারের অনেক পুরনো সম্পর্ক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েক মৌসুম খেলেছে। এর মধ্যে ২০১২ ও ২০১৪ মৌসুমে আমাদের হয়ে দুটি চ্যাম্পিয়নশিপ জিতেছে। তাকে জুলাইয়ে লস অ্যাঞ্জেলসের জার্সিতে দেখতে তর সইছে না।
লস অ্যাঞ্জেলস নাইট রাইর্ডাসে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন এক সময়ের কলকাতা নাইট রাইডার্স সতীর্থ সুনিল নারাইন ও আন্দ্রে রাসেলকে। দুই ক্যারিবীয় তারকাকে আগামী মৌসুমের জন্য ধরে রেখেছে লস অ্যাঞ্জেলস। এ ছাড়া ইংলিশ তারকা জেসন রয়ও আছেন এই দলে।
মেজর লিগের দ্বিতীয় মৌসুম শুরু হবে আগামী ৫ জুলাই থেকে। শেষ হবে ২৯ জুলাই।