• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

আহত শ্রাবণ-ঝলকের শয্যাপাশে রিজভী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ মে, ২০২৪

ছাত্রলীগ-যুবলীগের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সহ সভাপতি মো. ঝলক মিয়াকে দেখতে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২২ মে) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে আহত দুই নেতাকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় রিজভী বলেন, রক্তপিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাঙচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী-পুরুষসহ তরুণ সমাজ তাদের দ্বারা আজ আক্রান্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হামলা করে নিপীড়ন-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবির পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ