‘কঠোর শাস্তি’ দিতে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ মে) সকালে এই মহড়া শুরু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে।
সিনহুয়া বলছে— বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাইওয়ান প্রণালি, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিয়ু এবং ডঙিন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালায় চীন।
চীনের সামরিক মুখপাত্র লি সি বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতার’ নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর ‘কঠোর শাস্তি’ হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উসকানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা ছিল এই মহড়া।
তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং থে দায়িত্ব নেওয়ার তিনদিনের মাথায় এই মহড়া শুরু করেছে চীন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর লাই যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছিল চীন। বক্তব্যে লাই চীনকে হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার এ বক্তব্যকে ‘মর্যাদাহানিকর’ বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই।
তাইওয়ান অবশ্য বলছে, তাদের সামরিক বাহিনী সেনাদের তৈরি রেখেছে। দ্বীপকে তারা রক্ষা করতে পারবে— এমন আত্মবিশ্বাস তাদের আছে। সূত্র: আল-জাজিরা