• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

স্যাটেলাইট ধ্বংসকারী স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি যুক্তরাষ্ট্রের, অস্বীকার রাশিয়ার,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

রাশিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্বাস- এটি অন্যান্য স্যাটেলাইটে আক্রমণ করতে সক্ষম।

যুক্তরাষ্ট্র বলছে, গত বৃহস্পতিবার মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে রাশিয়ার প্লেসেটস্ক লঞ্চ সাইট থেকে একটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করা হয়েছে, যা কসমস২৫৭৬ সহ অন্তত নয়টি স্যাটেলাইট বহন করছিল। মূলত কসমস২৫৭৬ একটি রাশিয়ান সামরিক স্যাটেলাইট, যা অন্যান্য স্যাটেলাইটে আক্রমণ করতে সক্ষম বলে দাবি যুক্তরাষ্ট্রের।

মার্কিন কর্মকর্তারা রাশিয়ার এ ধরনের পদক্ষেপকে বেপরোয়া আচরণ হিসেবে বর্ণনা করেছে এবং নিন্দা জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের স্পেস কমান্ডের একজন মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা নামমাত্র কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি এবং মূল্যায়ন করেছি এটি সম্ভবত একটি কাউন্টারস্পেস অস্ত্র যা সম্ভবত পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা অন্যান্য উপগ্রহকে আক্রমণ করতে সক্ষম।’

এতে আরও বলা হয়েছে, ‘রাশিয়া এই নতুন সাটেলাইটটি একই কক্ষপথে মোতায়েন করা হয়েছে, যেখানে মার্কিন স্যাটেলাইট গুলো রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংবেদনশীল মার্কিন গুপ্তচর স্যাটেলাইট কাছাকাছি নিজেদের স্যাটেলাইট স্থাপন করা রাশিয়ার একটি পুরোনো কৌশল। ২০১৯ এবং ২০২২ সালেও রাশিয়া কাউন্টারস্পেস সাটেলাইট মোতায়েন করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কসমস২৫৭৬ উৎক্ষেপণের আশা করছিল এবং মহাকাশে স্থাপনের আগে মিত্রদের তাদের মূল্যায়ন সম্পর্কে অবহিত করেছিল।

এদিকে একই উৎক্ষেপণে বিভিন্ন কক্ষপথে বেশ কয়েকটি বেসামরিক স্যাটেলাইট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

রাশিয়ার মহাকাশ প্রোগ্রাম ট্র্যাকিং একজন বিশ্লেষক বার্ট হেন্ড্রিকক্স বলছেন, ‘সামরিক এবং বেসামরিক পেলোডের এই মিশ্রণটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এরআগে রাশিয়ার এমন উৎক্ষেপণ কখনও দেখিনি।’

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এবং ইন্টারফ্যাক্স জানিয়েছে, বুধবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মার্কিন দাবি অস্বীকার করে বলেছেন, ‘কক্ষপথে অস্ত্র স্থাপনের বিরোধিতা করে মস্কো।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে আমাদের ওয়াশিংটনের কোনো ভুয়া খবরের জবাব দেওয়া উচিত।

তিনি জানান, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আরো উন্নত করা হচ্ছে। বিভিন্ন উদ্দেশ্যে স্যাটেলাইট উৎক্ষেপন করে দেশটি। এর মধ্যে একটি হচ্ছে দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ