• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ মে, ২০২৪

কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী দুই নাগরিক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাত সোয়া ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম।

আহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকার হাবিবুর রহমানের ছেলে নবী হোসেন ওরফে সোনা মিয়া (১৬) এবং একই এলাকার আবুল কালামের ছেলে আবু তাহের (৩০)।

মোহাম্মদ আলম বলেন, শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে আকস্মিক বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সীমান্তের মিয়ানমার অভ্যন্তর দিক থেকে আহত দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আসতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এ সময় তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

আহতের স্বজনরা জানিয়েছেন, সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে দু’জন আহত হয়েছে। আহতদের মধ্যে নবী হোসেন ওরফে সোনা মিয়ার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এছাড়া আবু তাহেরও শরীরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় আহত হয়ছেন।

স্থানীয় ইউপি সদস্য বলেন, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে বাংলাদেশী এ দুই নাগরিক আহত হয়েছে।

তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত আহত বাংলাদেশী দু’জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়নি বলে হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ