• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ

প্রশিক্ষণ কর্মশালায় অংশ  নিতে আওয়ামী লীগের ৫০ সদস্যের দল  চীন গেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ মে, ২০২৪
ফাইল ছবি

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে গেল আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে প্রতিনিধি দলটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবে।শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।

দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, এ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা রয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অংশ নেবেন প্রতিনিধি দলটির সদস্যরা। পাশাপাশি তারা চীনের মানুষ পার্টির নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ