• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

খারকিভে রুশ হামলায় নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ মে, ২০২৪

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল খারকিভে রুশ হামলায় কমপক্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ওই হামলায় আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ইহর তেরেখভ। তিনি বলেছেন, শনিবার খারকিভের বেসামরিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহতের পাশাপাশি এখনও আরও চার বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবোভ পৃথক এক বিবৃতি জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় ওই অঞ্চলের একটি সুপার শপের গুদামঘরে আগুনের ঘটনা ঘটেছে যা আশপাশের বসতিতেও ছড়িয়ে পড়েছে। এতে প্রায় ২০০ ব্যক্তি সেখানে আটকে পড়েন। যদিও সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে ইউক্রেনের উদ্ধারকর্মীরা। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি রাশিয়ার ওই বিমান হামলায় গুদাম ঘরে হতাহতের ঘটনা ঘটেছে।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের মিত্রদের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলেনস্কি। তিনি এই হামলাকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন। মস্কো কিয়েভের আকাশসীমা অতিক্রম করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এক্সের এক বার্তায় মিত্রদের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কাছে শক্তিশালী ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে রাশিয়ার এসব হামলা ঠেকাতে সক্ষম হত কিয়েভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ