• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

৬৪ ভাগ ইসরাইলি সৌদির সাথে চুক্তি করে ফিলিস্তিন রাষ্ট্র চায় না

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান – ছবি : সংগৃহীত

সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে অভিমত প্রকাশ করেছে ৬৪ ভাগ ইসরাইলি। জেরুসালেম সেন্টার ফর ফরেন অ্যাফেয়াসের (জেসিপিএ) এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। প্যানেলস পলিটিক্স রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় করা এই জরিপে ইহুদি ও আরবদের অবস্থান জানার চেষ্টা করা হয়।

জরিপে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরাইলে ব্যাপক রাজনৈতিক মতভেদ দেখা গেছে। ডানপন্থীদের ৮৪ ভাগ, মধ্যপন্থীদের ৫৪ ভাগ এবং বামপন্থীদের ২৪ ভাগ ভোটার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে। মজার ব্যাপার হলো বামপন্থীদের একই সংখ্যক ভোটার কোনো শর্ত ছাড়াই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পক্ষে।

জরিপে দেখা যায়, ইসরাইলকে স্বীকৃতি প্রদান এবং অসামরিক একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ৬০ ঊর্ধ্ব ইসরাইলিদের মধ্যে ৩২ ভাগ সমর্থন রয়েছে। শিক্ষাবিদদের মধ্যে তা ২০ ভাগ, উচ্চবিত্তদের মধ্যে ২০ ভাগ তা সমর্থন করেন।

সূত্র : জেরুসালেম পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ