গত রোববার রাফার তাল আস-সুলতানের একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন, যার অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনা বিশ্বব্যাপী নিন্দার জন্ম দিয়েছে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় সোমবার আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। ইসরাইলি বর্বর এ হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা বিরতিহীন ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৫০ জনে পৌঁছেছে।
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ।
মঙ্গলবার, রিতিকা ইনস্টাগ্রামে লিখেন, ‘অল আইজ অন রাফাহ’। গাজার রাফাহ অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন ভারতীয় অধিনায়কের স্ত্রী।
চলমান ইসরাইলি বিমান হামলার কারণে মারাত্মক সমস্যার সম্মুখীন ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা। তাদের সমর্থন করেছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা। তিনি এক পোস্টের মাধ্যমে ১.৪ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের দুর্দশার দিকে মনোযোগ আকর্ষণ করছেন।
রিতিকার প্রশংসনীয় অবস্থান সত্ত্বেও তিনি ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কিছু অংশের প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন। এ সমালোচনা ভারত এবং এর বাইরে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মেরুকৃত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়।
জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) শরণার্থী শিবিরকে লক্ষ্য করে সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার ফলে রাফাহ পরিস্থিতি ক্রমবর্ধমান ভয়াবহ হয়ে উঠেছে, যার ফলে কমপক্ষে ৪৫ জন লোক মারা গেছে।
ইসরাইলি এই হামলার কারণে প্রায় ১ মিলিয়ন বাসিন্দা রাফা থেকে জীবন বাঁচাতে পালিয়ে গেছেন। ইসরাইলি হামলার কারণে অনেকে বাস্তুচ্যুত হয়েছেন।