• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ৬৬৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, অদ্য ০৭ নভেম্বর ২০১৭ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন হাইসনগর গ্রামস্থ ধৃত ১নং আসামী মোঃ জুরান আলী, পিতা-মৃত সাজেমান আলী এর বসতবাড়ীতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল অবৈধভাবে ক্রয়-বিক্রয় চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত্রী আনুমানিক ০১:৩০ ঘটিকায় উক্ত বসতবাড়ীতে পৌছে বসতবাড়ী ঘেরাও করে সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয় মোঃ জুরান আলী ও মোঃ মোশারফ আলী’কে ঘরের মেঝেতে ফেনসিডিল গণনা করা অবস্থায় হাতেনাতে ধৃত করা হয় এবং (ক) ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল-৬৬৪ (ছয়শত চৌষট্টি) বোতল, (খ) মোটর সাইকেল-০২ টি, (গ) মোবাইল ফোন-০২ টি, (ঘ) সীম কার্ড-০৩ টি এবং (ঙ) নগদ-৪৫০/-টাকা উদ্ধার করা হয়। জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ