• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

পৌরসভার উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ ( সেক্টরপ্রকল্প  ( UGIIP-III) এর অাওতায়  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক তৃতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে  মতবিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) মোঃ ওয়ারেছ আলী মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন,পৌরসভার সচিব মোঃ মামুনুর রশিদ,পৌরসভার প্যানেল মেয়র মোঃ সাইদুর রহমান, জেলা পরিষদের সদস্য জেলা কৃষক লীগের সহসভাপতি মোঃ আব্দুল হাকিম, প্যানেল মেয়র মোসাঃ মোসলেমা বেগম মুসী,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান,জেলা পরিবহন মালিক সমিতি সভাপতি এফ.কে এম লুৎফর রহমান,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিল। পৌরসভার উন্নয়ের মাস্টার প্ল্যান নিয়ে বক্তারা মতবিনিময় কালে বলেন একটি পৌরসভার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। যা ইতিমধ্যে এটা অতিক্রম করেছে।এ পৌরসভা সুশাসনের জন্য পুরস্কৃত হয়েছে। মডেল পৌরসভা করার লক্ষে পৌর মেয়র জেলা প্রশাসকের সার্বিক সহোযোগীতা কামনা করেন। পরিস্কার শহর গড়ে তুলতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাচ্ছে। তাদের পাশাপাশি জনসাধারণ কেউ সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন  খাবার খাওয়ার পর প্যাকেট কিংবা পলিথিন গুলো রাস্তায় যেখানে সেখানে ফেলে দেওয়া হয়।যাহা পরিবেশের মারাত্মক ক্ষতি করে।এখান থেকে আমাদের বের হতে। এলোমেলো ভাবে না ফেলে নিদিষ্ট স্থানে রেখে পুড়িয়ে ফেলা নিরাপদ হবে। প্রধান অতিথি বলেন পৌরসভার তিন দিকেই মহানন্দ নদী।যা কোথাও এধরনের পৌরসভা নেই। জনসচেতনতার মধ্যদিয়ে বাসযোগ্য দুষণমুক্ত মডেল পৌরসভা গড়ে তুলা সম্ভব হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ