• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

বরিশালে শের-ই-বাংলা মেডিকেলে আগুন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ জুন, ২০২৪

 

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস বিভাগের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে স্টোর রুম থেকে ধোঁয়া বের হলে রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে হাসপাতাল থেকে বের হয়ে যান। তাদের মধ্যে কেউ কেউ বাইরের মাঠে অবস্থান নেন।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় উপ-পরিচালক মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “আমরা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল।”

তিনি বলেন, “আমরা গিয়ে দেখি কিডনি বিভাগের ডায়ালাইসিস স্টোর রুমটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। আমরা তালা কেটে স্টোর রুম খুলে আগুন নিভিয়ে ফেলি।”

তিনি আরও বলেন, “এখানে ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। এখানে ওষুধ ও স্যালাইন রাখা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া বিদ্যুতের লাইনটি অনেক পুরোনো হওয়ায় শর্ট সার্কিটও হতে পারে। তবে এ বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। তদন্তের মাধ্যমেই এই বিষয়টি জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ